আবারো সুয়াইন ফ্লু তে মৃত্যুর ঘটনা ঘটলো

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ফের  কলকাতা শহরে  সুয়াইন  ফ্লু  তে  আক্রান্ত  হয়ে মৃত্যুর ঘটনা  ঘটলো । বৃহস্পতিবার সল্টলেকের  একটি হাসপাতালে  মারা যান কৃষ্ণা শর্মা  নামে  এক বৃদ্ধা । তার বাড়ি  নৈহাটী  তে । এইচ  ১ এন  ১ ভাইরাসে  আক্রান্ত কৃষ্ণা দেবী  গত ৯ এপ্রিল  থেকে ওই হাসপাতালে  ভর্তি ছিলেন । এই দিন সকাল  ১০ তা নাগাদ  শ্বাসকষ্ট  জনিত  সমস্যায়  মৃত্যু হয় তার ।