দক্ষিণ আফ্রিকা তে চার্চ ভেঙে মৃত অনেক

খবর ঘন্টায়  ঘন্টায়   ওয়েবডেস্ক  : বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রান্তে অবস্থিত কুয়াজুল – নাটাল  উপকূলীয়  এলাকাতে  একটি চার্চ ভেঙে  মারা  যান কমপক্ষে ১৩ জন এবং দূর্ঘটনায়  জখম হন আরো ১৬ জন । স্থানীয়  পুলিশ  সূত্রের  খবর আগামী রবিবার ঈস্টারের  অনুষ্ঠান উপলক্ষে  ওই চার্চের সংস্কারের  কাজ চলছিল। বৃহস্পতিবার  রাতে  কাজের পরে ওই  চার্চের  ভিতর ঘুমাইছিলো  কিছু শ্রমিক এবং স্থানীয় লোকজন আচমকা  ঝড় বৃষ্টির ফলে  ওই চার্চের একটি দেয়াল ভেঙে  পরে এই বিপত্তি ঘটে ।