খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দক্ষিণ কলকাতায় লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তীর বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে । কংগ্রেসের প্রতীক আঁকা ব্যাগ তিনি প্রচারের সময় শহরের লোকজনদের মধ্যে বিলি করছিলেন । মিতা দেবী বলেন তার ছবি অথবা নাম কিম্বা প্রচার মূলক কিছু লেখা ছিল না ওই ব্যাগে । পরিবেশ সচেতনতার বার্তা দিতেই ওই ব্যাগ বিলি করেছেন তিনি । মিতা চক্রবর্তী কংগ্রেস রাজনীতিতে আসার আগে কংগ্রেস নেতা শশী থারুরের প্রফেশনাল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ।