দ্বিতীয় দফার নির্বাচনে শ্রীনগরে ৯০ টি বুথে কোন ভোট পড়েনি

খবর  ঘন্টায়  ঘন্টায়   ওয়েবডেস্ক  : বৃহস্পতিবার দ্বিতীয়  দফার ভোটে  জম্মু কাশ্মীর প্রমান করে  দিলো  হিংসা  ভুলে ভোট দেয়ার  যে ডাক উপত্যকার  বিভিন্ন রাজনৈতিক  দল  এবং নির্বাচন কমিশন দিয়েছিল  তাতে  সারা দিতে তারা নারাজ । বৃহস্পতিবার শ্রীনগর লোকসভা  কেন্দ্রে ৯০ টি বুথে সারাদিনে একটিও ভোট পড়লো  না ,খানওয়ার  ,হাব্বাকাঁদল  ,ব্যাটম্যালোর  একাধিক বুথে  সারাদিনে  এটিও ভোট পড়েনি ,একই  ছবি দেখা গেছে বদগাঁও  এবং গানদেরওয়াল  তেও ।