কলকাতা পুরসভা সমীক্ষা করতে চলেছেন ৯ নম্বর বোরোর জলের ব্যবস্থা

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  কলকাতা  পুরসভার ৯ নম্বর বোরো  তাদের অধীনস্থ জলের পাইপলাইন  ,জলের  ট্যাঙ্কের অবস্থা সব  কিছু সমীক্ষা  করে দেখতে চাইছে । সমীক্ষায় খতিয়ে দেখা হবে কোথায়  মেরামতির প্রয়োজন,কোথায় রক্ষনা বেক্ষন দরকার এই সবের । প্রয়োজনে  ৯ নম্বর বোরোর  অধীনস্থ শৌচাগারের অবস্থা  গুলো  সমীক্ষা করে দেখা হবে ,প্রয়োজন হলে মেরামতি করা হবে ।