আরো অভিযোগে অভিযুক্ত হতে চলেছে কার্লোস ঘোষণ

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : নিশান  কোম্পানির প্ৰাক্তন  কর্তা কার্লোস  ঘোষনের  বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ আনা  হয়ে চে  বলে জানা গিয়েছে  জাপানের  তরফে । উল্লেখ্য  আর্থিক অনিয়মের  অভিযোগে  তাদের কে আগেই  গ্রেপ্তার করা হয়েছিল । আপাতত তিনি জেলেই রয়েছেন । সোমবার তার হেপাজতের  মেয়াদ  শেষ হচ্ছে বলে জানা  গিয়েছে ।