খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নীতিশ কুমারের দল জেডিইউ আজ নির্বাচন কমিশনে অভিযোগ করেন যে , জেল থেকে বসে আরজেডি সভাপতি লালু প্রসাদ কি করে দলীয় প্রার্থীদের প্রতীক বন্টন করলো । দলের মুখপাত্র নীরজ কুমার এই নিয়ে লিখিত অভিযোগ জানান কমিশনে । তাকে সমর্থন করেন রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি । তাদের নেতা চিরাগ পাসোয়ান বলেন ” গোটা দলটাই জেল থেকে চালানো হচ্ছে ,নেতারা জেলে যাচ্ছেন দেখা করতে “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...