কর্নাটকে পুরোনো লোকসভা আসন ধরে রাখাই বিজেপির কাছে চ্যালেঞ্জ

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গত ২০১৪ লোকসভা ভোটে  কর্ণাটকের মোট  ২৮টি আসনের মধ্যে  ১৭টি তেই  জিতেছিল  বিজেপি । মোদী  ঝড়ে  জেতা  এই ১৭ টি আসন  এখন ধরে  রাখাই বিজেপির কাছে সব থেকে বড়  চ্যালেঞ্জ । বেঙ্গালুরুতে  বিজেপির সদর দফতরে গিয়ে দেখা গেল  মিডিয়া  সেলের জন্য তারা একটি আস্ত  হোটেল  বরাদ্দ  করেসে ,সেই খানে  দেখা গেলো  কয়েকশো  কর্মী দিন রাত  এক করে লড়াই  চালাচ্ছেন  গতবারের ১৭ টি আসন ধরে  রাখার জন্য ।কর্ণাটকের  মিডিয়া সেলের সংঘটক শ্রীধর বলেন সকলে  আমরা এককাট্টা হয়ে লড়াই শুরু করেছি বেশি সংখ্যক আসন জেতার  জন্য ।