খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবার রাতে ব্রেবোর্ন রোড এবং ক্যানিং স্ট্রিটের মোড়ে একটি পথ দুর্ঘটনা ঘটে । বেসরকারি এক বাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার , মৃতার নাম রুকসানা বেগম (৪৫) । তার বাড়ি বড়বাজারের যমুনালাল বাজাজ স্ট্রিটে । বকুলতলা -ধর্মতলা রুটের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর যখম হলে তাকে মেডিকেল কলেজ হাসপালাতে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে তার মৃত্যু হয় । বাসটিকে আটক করা হয়েছে ,চালক পলাতক ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...