খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ নদিয়ার গয়েশপুরে লোকসভা নির্বাচনের প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়েন তিনি ” বলেন নদীয়া জেলা তে উন্নয়নের মিরাকেল হয়েছে । গোটা নদীয়া জেলা তে আমরা ফুলিয়ায় হ্যান্ডলুম ,রানাঘাটে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় এবং মায়াপুরে ইস্কন সিটি সোহো বিভিন্ন উন্নয়ন প্রকল্প করেছি । চাষীদের জন্য শষ্য বীমা করা হয়েছে যার জন্য তাদের একটি টাকাও দিতে হবে না ।
রাজ্য
আর অপব্যবহার করা যাবেনা কেপি স্টিকার
কলকাতা পুলিশের নিজস্ব অথবা ভাড়ার গাড়ি যাই হোক না কেন তাতে কেপি স্টিকার লাগানো থাকে ।আবার পুলিশ কর্মীরা তাদের নিজস্ব গাড়িতে কেপি স্টিকার ব্যবহার...