তৃতীয় দফা ভোটের আগে বদল হচ্ছে মালদাতে পুলিশ সুপার

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  তৃতীয় দফা ভোটের  আগে কোচ বিহার পুলিশ সুপার অভিষেক গুপ্তার পরে  ,মালদার পুলিশ  সুপার অর্ণব  ঘোষ কেও  অপসারিত করা হলো । অর্ণব ঘোষের জায়গায়  এলেন বারুইপুরের পুলিশ  সুপার অজয় প্রসাদ । আগামী ২৩ সে  এপ্রিল ভোট  মালদার দুই কেন্দ্রে । উল্লেখ্য এই অর্ণব ঘোষ  এই  বিধাননগর  কমিশনারেটের  গোয়েন্দা প্রধান  থাকার সময় সারদা নিয়ে যে সিট্  ঘটন করা হয় তার অন্যতম সদস্য ছিলেন । তৃণমূল এই সিদ্ধান্তের  প্রতিবাদ  জানিয়েছে কমিশনের  কাছে ।