খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ বীরভূমে বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এনআরসি প্রসঙ্গ নিয়ে বলেন দিদির চিন্তা একটাই খালি বাংলাদেশ থেকে লোক আনো আর মোদী কে হাঁটাও ,তিনি আরো বলেন বাংলা তে অনুপ্রবেশকারীদের আদর যত্ন করা হচ্ছে এবং তারা খাগড়াগড় কাণ্ডের মত বিস্ফোরণ করছে জায়গায় জায়গায় ,তৃণমূল দলটাই টিকে রয়েছে তোলাবাজি এবং গুন্ডাগর্দির উপর ভীতি করে ,কিন্তু তার দল মানুষ কে নিয়ে চলে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...