খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লোকসভা ভোট শেষ হওয়ার আগে নরেন্দ্র মোদির জীবনী চিত্র ” পি এম নরেন্দ্র মোদির ” মুক্তির উপর নিষেধজ্ঞা জারী করেছিল নির্বাচন কমিশন । গত কাল এই সংক্রান্ত ২০ পাতার এক মুখ বন্ধ করা খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতের কাছে নির্বাচন কমিশন এর তরফে। কমিশন এই ছবি টি নিয়ে বলতে গিয়ে বলেছেন এটা শুধু কারও জীবনী নয় বরং কোন ব্যক্তি সম্পর্কে ভোটের আগে প্রচার মাত্র ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...