খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার তার ফোন ট্যাপ করেন। গত কাল শ্রীরামপুর লোজসভা ভোটের জনসভায় বলতে গিয়ে তিনি বলেন ” আমার তো বটেই সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনেও ”নজরদারি ” চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কাউকে ফোন করে টুথপেস্ট আন্তে বললেও তারা তা ট্যাপ করে নেন ”। তিনি বলেন আই বির অফিসারাই তাকে একথা বলেছেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...