ফোন ট্যাপ করা নিয়ে অভিযোগ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মুখ্যমন্ত্রী  মমতা  বন্দোপাধ্যায়  অভিযোগ  করেন  যে  কেন্দ্রীয়  সরকার  তার  ফোন  ট্যাপ  করেন।  গত কাল  শ্রীরামপুর  লোজসভা  ভোটের   জনসভায়  বলতে  গিয়ে  তিনি  বলেন  ” আমার  তো  বটেই  সাধারণ  মানুষের  ব্যক্তিগত  জীবনেও   ”নজরদারি ”   চালাচ্ছে  কেন্দ্রীয়  সরকার।  কাউকে  ফোন  করে  টুথপেস্ট  আন্তে  বললেও  তারা  তা  ট্যাপ  করে  নেন ”।  তিনি  বলেন  আই  বির  অফিসারাই  তাকে  একথা  বলেছেন।