খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কোচবিহার লোকসভা কেন্দ্রের শীতলখুচির ১৮১ নং বুথে পুনরায় নির্বাচনের আদেশ দিল নির্বাচন কমিশন। অভিযোগ ছিল যে মক পোলের সময় ভোট ডি লিট না করেই ই ভি এম এ ভোট নেওয়া হয়। যা ভোটের আইন বিরুদ্ধ কাজ। তৃণমূল ও বিজেপী দু দলেই ওই আসনে নতুন করে নির্বাচনের দাবী জানিয়েছিল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...