পুলিশের জালে বোটিং চক্রের পান্ডারা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গত  মঙ্গলবার  বিধান  নগর  পুলিশ  কমিশন  নারেটের  গোয়েন্দারা  বাগুই  আটির  একটি  আবাসনে  হানা  দিয়ে  আই  পি  এলের  চেন্নাই  ও  হায়দ্রাবাদের  মধ্যে  খেলাকে  ঘিরে  যখন  বোটিং   চলছিল  তখন  সেখান  থেকে  চক্রের  আট  পান্ডাকে  গ্রেফতার  করে।  ঘরে  ছড়িয়ে  ছিটিয়ে  ছিল  ল্যাপটপ  ,  মোবাইল  ও  অনান্য   য্ন্ত্র  সামগ্রিক ।  অভিযোগ  ওই  গলিকে  বোটিং  এর  কাজে   লাগানো  হচ্ছিল ।