খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সুড়ঙ্গে আচমকা মেট্রো রেল বিকল হলে কি ভাবে যাত্রীদের উদ্ধার করা হবে , তা নিয়ে রবিবার সকালে মহড়া হল এসি মেট্রোর নতুন রেকে । পরিষেবা চালু হওয়ার আগে দমদম ও বেলগাছিয়ার মধ্যবর্ত্তী স্থানে সুড়ঙ্গের মধ্যে ঐ মহড়া হয়। সুড়ঙ্গে থার্ড রেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অল্প সময়ের মধ্যে যাত্রীদের চালকের কেবিনের মধ্যে দিয়ে বার করে আনার মহড়া দেন মেট্রো কর্মীরা।