খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ( এন কে ডিএ ) কত্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে তারা শহর গাছ লাগিয়ে পথচারী ও ঐ শহরে কাজে আশা লোকদের গাছের নিচে বিশ্রামের ব্যবস্থা করবেন। যদিও তারা ঐ এলাকায় ৩৬ হাজার গাছ লাগিয়েছেন কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঐ সংস্থার এক কর্তা বলেন তারা ছ ফুট উচ্চতার গাছ লাগাবেন মানুষকে প্রাকৃতিক পরিবেশে বিশ্রাম দেওয়ার জন্য ।