খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইনডেন কর্তৃপক্ষ বুধবার থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কথা ঘোষণা করলো । কলকাতা তে ১৪.২ কেজি ভর্তুকি হীন সিলিন্ডারের দাম ৬ টাকা বেড়ে দাঁড়ালো ৭৩৮ টাকা ৫০ পঁয়সা পাশাপাশি জিএসটি ধরে ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম পড়বে ৪৯৯ টাকা ২৯ পয়সা । অর্থ্যৎ গ্রাহকদের ব্যাঙ্ক অক্কোউন্টে ২৩৯ টাকা ২১ পয়সা ভর্তুকি হিসাবে জমা পড়বে ।