স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তে চালু হলো পেনশন

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক   :   কেন্দ্রীয় ইস্পাত  মন্ত্রকের সায়ের পরেই কর্মীদের জন্য পেনশন  প্রকল্প ঘোষণা  করলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া । এই সিদ্ধান্ত নেয়ার ফলে বর্তমানে কর্মরত কর্মীরা ছাড়াও অবসর প্রাপ্ত  ৫৫ হাজার কর্মীও এর সুবিধা পাবেন । প্রথম দফায়  ২০১৬ সালের মার্চের পর অবসর নেয়া কর্মীরা  এর  সুযোগ  পাবেন ,পেনশন তহবিল  পরিচালনা করতে অফিসার দের  সংগঠন ,কর্মী সংগঠন  এবং সংস্থা কর্তৃপক্ষ মিলে  ওছি  পরিষদ গঠন করেছে ।