খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন শিপে বিশ্বের তিন নম্বর মহিলা খেলোয়াড় সিমোনা হালেপ কে ৬-৪,৬-৪ গেমে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে নিলেন হল্যান্ডের কি কি বারটেন্স । জেতার পর বারটেন্স বলেন সিমোনার মত তারকা কে হারিয়ে আমি খুব খুশি ।জয়ের জন্য প্রথম থেকেই খুব সাবধানে খেলেছি । এই মাসের শেষের দিকে শুরু হওয়া ফরাসি ওপেনেও ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন বারটেন্স ।