খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চতুর্থবার আইপিএল জেতার পরে মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড় রা যখন জয়ের উল্লাসে মেতে ছিলেন তখন ধারা ভাষ্যকর স্লেটার যখন শচীন কে প্রশ্ন করে আপনি তো আগা গোড়া খেলা টা দেখলেন আপনার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা । চেন্নাইয়ের অধিনায়ক ধোনির রান আউট টাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে, সেই সঙ্গে তিনি বুমরাহ এবং রাহুল চাহারের পারফরম্যান্সের প্রশংসা করে বোলিং এবং ফিল্ড প্লেসিংয়ের জন্য ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...