অমিত শাহের রোড শো ঘিরে ধুন্ধুমার কলেজ স্ট্রিট

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল মেট্রো  চ্যানেল  থেকে বিবেকানন্দের বাড়ি  অব্দি  রোড  শো  করেন  বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।উৎসাহ  ও উদ্দীপনায়  রোড  শো  ছিল  প্রাণবন্ত । কিন্তু  মিছিল  কলকাতা  বিশ্ববিদ্যালয়ের  কাছে পৌঁছাতেই  আচমকা  টিএমসিপির  কিছু সদস্য  কালো  পতাকা নিয়ে গো  ব্যাক  ধোনি  শোনান  অমিত শাহ কে , তার  পরেই লেগে যায় ধুন্ধুমার বিধানসরণীর বিদ্যা সাগর  কলেজের  ক্যাম্পাসে মারপিট লাগে দুই  পক্ষের ,দুষ্কৃত কারীদের  দ্বারা  বিদ্যাসাগর কলেজে  বিদ্যাসাগরের মূর্তিটি  ভাঙা  হয় ।