খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিদ্যাসাগর মূর্তি ভাঙচুরের কথা জেনে দক্ষিণ কলকাতায় এক জনসভায় ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেই খান থেকেই তার প্রথম প্রতিক্রিয়া জানিয়ে বলেন বাংলার মনীষীদের গায়ে হাত দিলে কাউকে ছাড়া হবে না আমরা তোমাদের ঔদ্ধত খর্ব করবো । অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন আমাদের কর্মীরা কলেজে ঢোকেনি মাজখানে পুলিশের ব্যারিকেড ছিল তৃণমূল কিছু গুন্ডা পোষে তারাই এই সব কাজ করে বিজেপির নামে দোষ দিচ্ছে ।