খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজস্থানের কোটা তে প্রায় ৪৩ ডিগ্রি তাপমাত্রা তে শুটিং করছেন বলিউড অভিনেত্রী রানী মুখ্যোপাধ্যায় । বেশির ভাগ শুটিং ই হচ্ছে দিনের বেলায় কঠোর রোদে । একটি চেসিং দৃশ্যে এই কঠোর রোদেও তিনি শুটিং করেন ,এবং একটি শটেই সিকোয়েন্স টি টেক হয়ে যায় ।গরমে ঘেমে নেয়ে ডিহাইড্রোটেড হয়ে গেলেও তিনি থেমে থাকেন নি ,তাকে দেখে অনুপ্রাণিত হন অন্যান্য টিম মেম্বার রা ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...