খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা শহরে ভোটের আগে ২ লক্ষ টাকার জাল নোট সহ তামিল নাড়ুর বাসিন্দা দুই যুবক কে গ্রেপ্তার করেন কলকাতা শহরের টাস্ক ফোর্সের গোয়েন্দারা । ধৃতদের নাম গোবিন্দ এবং ভেলু মাল্লিপুরাম এর দুই জন তামিল নাড়ুর ধর্মপুরের বাসিন্দা । মঙ্গলবার এদের আদালতে নিয়ে গেলে বিচারপতি এদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।