টাকা পাচারের দায়ে আটক তিন

Young man in handcuffs

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : বৃহস্পতিবার  রাতে  দক্ষিণ ২৪ পরগনার  জয়নগর ২ নম্বর ব্লকে  ব্যুরোর  ঘাটে  দুই মহিলা  সহ  তিন জন কে আটক করা হয়েছে  টাকা  পাচারের  জন্য ,পুলিশ  তল্লাশিতে  তাদের কাছ  থেকে ২৪ লক্ষ ১২ হাজার টাকা  পাওয়া  গিয়েছে ,নাকা  তল্লাশির সময় একটি গাড়িতে  ওই তিনজন কে দেখে  সন্দেশ  হয় পুলিশের ,গাড়িটি ঘিরে ফেলে  পুলিশ ,দুই মহিলার  স্কার্ফের  তলায়  টাকা  পাওয়া  গিয়েছে ।