সংরক্ষণ নিয়ে মতামত জানতে চাইলো সুপ্রিম কোর্ট

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : সেন্ট্রাল  টিচার এলিজিবিলিটি টেস্টে  অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের  জন্য ১০% সংরক্ষণের আবেদন করা হয়েছিল ,সেই  মামলায় কেন্দ্র – সিবিএসসি  বোর্ড  ও ন্যাশনাল  কাউন্সিল  ফর টিচার  এডুকেশনে  মতামত জানতে  চাইলো সুপ্রিম কোর্ট । আগামী ১ লা জুলাই  পরবর্তী শুনানি ।