খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবার হাই মাদ্রাসাতে আলিম -ফাজিলের ফল প্রকাশিত হয় । মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের বলেন হাই মাদ্রাসাতে পাশের হার গতবারের তুলনায় বেড়েছে । এই বার হাই মাদ্রাসাতে পাশের হার হয়েছে ৮৩.২০ %। হাই মাদ্রাসাতে ৯৬.৩৮% প্রথম হয়েছেন মুর্শিদাবাদের সাইনুল হক ,এইবার হাই মাদ্রাসা তে মেয়েদের পাশের হার ও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...