ভেঙে পড়লো এফ -১৬ বিমান

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গত  বৃহস্পতিবার যান্ত্রিক  ত্রুটির কারণে  ক্যালিফোর্নিয়ার  প্যারিস  অঞ্চলের এয়ার  রিসার্ভ  বেসের  কাছাকাছি  একটি গুদামের  উপর  ভেঙে  পড়লো একটি এফ ১৬ বিমান। ভেঙে  পড়ার  পূর্ব  মুহূর্তে  ইজেক্ট  করার  ফলেই  বেঁচে  গিয়েছেন  বিমান  চালক । তার  আঘাত  গুরুতর  নয় বলে  জানিয়েছেন  এয়ার বেসের  মুখপাত্র  ,অন্যদিকে   গুদামের মালিক জানান  গুদামের কোনো কর্মী আহত হননি ।