মোহনবাগানের পথে কৌশিক সরকার

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  কৌশিক সরকার দীর্ঘ তিন বছর  ইস্টবেঙ্গল দলের সঙ্গে থেকেও বেশির ভাগ সময়টাই কাটিয়ে দিয়েছেন রিসার্ভ  বেঞ্চে । গতবার কলকাতা ফুটবল লিগে সুযোগ পেয়েই তিনি দল  কে গোল  করে জেতান ,এর পরেও  দীর্ঘ আই লিগে তার জায়গায় হয়নি টিমে । এইবার সুযোগ পেয়েই দল  বদল করতে চলেছেন কৌশিক ,মাঠের যা  খবর অনেক দলের  অফার থাকলেও  মোহনবাগানে যাওয়ার সম্ভাবনা বেশি ,উল্লেখ্য  শুক্রবার মোহনবাগানে সই করেছেন সুরাবুদ্দিন ।