খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কৌশিক সরকার দীর্ঘ তিন বছর ইস্টবেঙ্গল দলের সঙ্গে থেকেও বেশির ভাগ সময়টাই কাটিয়ে দিয়েছেন রিসার্ভ বেঞ্চে । গতবার কলকাতা ফুটবল লিগে সুযোগ পেয়েই তিনি দল কে গোল করে জেতান ,এর পরেও দীর্ঘ আই লিগে তার জায়গায় হয়নি টিমে । এইবার সুযোগ পেয়েই দল বদল করতে চলেছেন কৌশিক ,মাঠের যা খবর অনেক দলের অফার থাকলেও মোহনবাগানে যাওয়ার সম্ভাবনা বেশি ,উল্লেখ্য শুক্রবার মোহনবাগানে সই করেছেন সুরাবুদ্দিন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...