আজ কালীঘাটে মমতার বাড়িতে চন্দ্রবাবু নাইডু

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : বুথ ফেরত সমীক্ষায় সমস্ত জায়গায় থেকেই এনডিএ  ভালো ফলাফলের আভাস  পাওয়ার পরেও মহাজোটের  আশা  ছাড়ছেন  না কান্ডারীরা । সেই জন্যই আজ সন্ধ্যায় চন্দ্রবাবু  নাইডু  পৌঁছালেন  মমতার কালীঘাটের বাড়িতে  নির্বাচন পরবর্তী পরিস্থিতি  নিয়ে আলোচনা  করতে । ওয়াকি বহাল মহল  মনে করে লোকসভা ভোটের  ফল প্রকাশের পরে  মহাজোটের  কি স্ট্রাটেজি  হবে সম্ভবত সেই নিয়ে আলোচনা হয় ,রাহুল গান্ধী ও তার পিছনে ভূমিকা ।