ইভিএম বিজেপির কাছে ইলেশন ভিকট্রি মেশিন

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  বুধবার নয়াদিল্লি  তে কংগ্রেসের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় সেই সাংবাদিক বৈঠক থেকে দলের  মুখ্যপাত্র তথা  রাজ্য সভার সাংসদ  অভিষেক মনু  সিঙ্ঘভি বলেন তারা কমিশনের কাছে দাবি জানিয়েছিল ভিভি প্যাটের সাথে ইভিএমের গরমিল হলে সমস্ত  ভিভিপ্যাট গণনা  হোক ,কিন্তু কমিশন সমস্যার যুক্তি দেখিয়ে তাদের দাবি খারিজ করেন ,তিনি কটাক্ষ  করে বলেন বিজেপি  ইভিএম কে এখন  “ইলেশন ভিকট্রি  মেশিন” য়ে বদলে ফেলেছে ।