ইট ভাটার দখল নিয়ে অগ্নিগর্ভ অন্ডাল

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : বুধবার পশ্চিম বর্ধমানের অন্ডাল থানায় খাস কাজোড়ায়  বেআইনি ইট  ভাটা  ,কয়লার ডিপোর  দখল রাখা  কে কেন্দ্র করে দুই দল  দুষ্কৃত কারীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । তার  ফলে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে এবং বোমা  পড়তে থাকে । আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি  ১ জানান ,ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনা টি ঘটেছে  ,ঘটনাস্থল থেকে  আগ্নেয়াস্ত্র সহ  বোমা উদ্ধার করা হয়েছে এবং দুই জন কে  গ্রেপ্তার করা হয়েছে ।