খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কোচ বিহার পলিটেকনিক কলেজ চত্বরে পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মীরা ভিড় জমিয়েছিলেন গণনা কেন্দ্রের অস্থায়ী শিবিরে । প্রথম দুই এক রাউন্ডে তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী এগিয়ে থাকলেও তার পরেই এগিয়ে যায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক । রবীন্দ্রনাথ ঘোষের নিজের বিধানসভা কেন্দ্র নাটাবাড়িতেই ভরা ডুবি হয় তৃণমূলের ,৭ টি বিধানসভার মধ্যে ৬ টি তেই জয়ী হয় বিজেপি ।