খিদেই কমছে না হাসিম আমলার

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  নিজের তৃতীয় বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাসিম আমলা । তিনি নিজেই  দাবি করেছেন যত  দিন যাচ্ছে  তত  ক্রিকেটের প্রতি তার খিদে বেড়ে  যাচ্ছে । আইপিল না খেলার কারণে  তর তাজা  হয়ে তিনি মাঠে  নামতে  প্রস্তুত । তিনি বলেন ইংল্যান্ডের বিরুদ্ধে আমার  রেকর্ড সবসময় ভালো । আর  দক্ষিণ আফ্রিকা  ও তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবেন  ইংল্যান্ডের  বিরুদ্ধে তাদের মেগা ম্যাচ দিয়েই ।