খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ইংল্যান্ডের ওভালে ভারতীয় সময় দুপুর সময় তিনটের সময় শুরু হয় ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম বিশ্বকাপের ম্যাচ । প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১ রান । ইংল্যান্ডের হয়ে জেসন রয় ৫৪, রুট ৫১,মরগ্যান ৫৭বেনস্টোকস ৮৯ করেন অপরাজিত থাকেন লিয়াম পালঙ্কেট ৯ এবং আর্চার ৭।দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তাহির ৬১ রানে ২ উইকেট রাবাদা ৬৬ রানে ২ উইকেট নেন এবং এনজিডি ৬৬ রানে ৩ উইকেট নেন । এই বিশ্বকাপে প্রথম উইকেট টি নেন তাহির ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...