খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ইংল্যান্ডের ওভালে ভারতীয় সময় দুপুর সময় তিনটের সময় শুরু হয় ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম বিশ্বকাপের ম্যাচ । প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১ রান । ইংল্যান্ডের হয়ে জেসন রয় ৫৪, রুট ৫১,মরগ্যান ৫৭বেনস্টোকস ৮৯ করেন অপরাজিত থাকেন লিয়াম পালঙ্কেট ৯ এবং আর্চার ৭।দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তাহির ৬১ রানে ২ উইকেট রাবাদা ৬৬ রানে ২ উইকেট নেন এবং এনজিডি ৬৬ রানে ৩ উইকেট নেন । এই বিশ্বকাপে প্রথম উইকেট টি নেন তাহির ।