আনুগত্য বোঝাতেই কালীঘাটের বৈঠকে হাজির অনুব্রত

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আজ  লোকসভার  ফলাফল  বার  হওয়ার  পরেই  তৃণমূলে  দ্বিতীয় কোর  কমিটির বৈঠক বসলো  কালীঘাটে । এই  বৈঠকে গেরুয়াঝড়ের  মোকাবিলায়  রাজ্য স্তরে  কি কি পরিবর্তন করা উচিত তাই  নিয়েই  মূলত আলোচনা  হবে । বেশ  কিছু দলীয় রড বদল  হওয়ার সম্ভাবনা  আছে ।গত মিটিংয়ে  হাজির না থাকলেও  আজ  হাজির  ছিলেন বীরভূমে  দলের সর্বোচ্চ কর্তা  অনুব্রত  মন্ডল ।বিশেষজ্ঞ  মহলের  মত  মনিরুলের  দল  বদল  অনুব্রত  কে আসতে  বাধ্য করলো কালীঘাটে ।