গ্রেপ্তারির ভয়ে পাহাড়ে ফিরতে চাইছেন না নব নির্বাচিত বিধায়ক

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   এই মুহূর্তে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে  দিল্লিতে  আছেন  দার্জিলিংয়ের  নব  নির্বাচিত  বিধায়ক ” নীরজ  জিম্মা “। তবে তিনি দার্জিলিংয়ে  ফিরতে  ভয় পাচ্ছেন  কারণ তিনি আশঙ্কা  করছেন তিনি  ফিরলেই  তাকে গ্রেপ্তার করা হতে পারে । বুধবার  বিমল  গুরুং  পন্থী  কাউন্সিলর বিপি বজগেইন  একাধিক মামলায়  জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ ।বজগেইনর  সাথে  নিরাজের  নাম  ও জড়িত আছে ওই মামলায়  তাই  তিনি  ভয় পাচ্ছেন ।