প্রয়াত হলেন কংগ্রেস বিধায়ক

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : বৃহস্পতিবার গভীর রাতে  কলকাতার একটি  বেসরকারি হাসপাতালে  প্রয়াত হলেন কালিয়াগঞ্জের  কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ  রায় । তিনি ক্যান্সারে  ভুগছিলেন ,তার  মৃত্যুতে শোক  প্রকাশ  করেছেন বিধানসভার বিরোধী দল  নেতা  আব্দুল মান্নান । ২০১১ সালে  তৃণমূল এবং কংগ্রেসের জোট  যখন ছিল তখন তিনি রাজ্যের পরিকল্পনা দফতরের প্রতিমন্ত্রী ছিলেন ,২০১৬ সালে  ফের  কালিয়াগঞ্জ কংগ্রেস বিধায়ক হিসাবে জয়ী হয়েছিলেন ।