ম্যাচের আগেই শুরু হয়ে গেলো কথার লড়াই

খবরঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  :  আগামী ৫ তারিক  দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান  শুরু করবে  ভারত । মাঠে  বল  পড়ার  আগেই  কাগিসো রাবাডার  বাউন্সারের  মুখে পড়লেন  ভারত অধিনায়ক বিরাট  কোহলি । রাবাডা তাকে  অপরিণত  বলে উল্লেখ  করেন । এই তারকা  পেসার  অতীতেও   প্রতিপক্ষ ব্যাটসম্যান দের  সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে  জড়িয়েছেন । সম্প্রতি আইপিলে কোহলির সঙ্গে তার উত্তপ্ত  বাক্য বিনিময় হয় ।