বিরাটের উপর বাজি রাখলেন কপিল দেবের স্ত্রী

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : কপিল দেবের  স্ত্রী রুমি  ভাটিয়া  ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের পরে আবার ইংল্যান্ডের  বিশ্বকাপে  বাজি রাখলেন  বিরাট কোহলির  উপর । ১৯৮৩ সালে জিম্বাবোয়ে  ম্যাচের সেই স্মৃতি এখনো বয়ে বেড়ান তিনি ,জিম্বাবোয়ের  সঙ্গে ভারত যখন ৫ উইকেট হারিয়ে  ১৭ রান  তুলেছিল সেই সময় মাঠে  ছিল তিনি আর  মদনলালের  স্ত্রী  ,অসম  যুদ্ধ লড়ে  ভারত কে জিতিয়েছিলেন কপিল দেব । দুঃখের  বিষয়   সম্প্রচার সংস্থার ধর্মঘটের  জন্য সেই অসম  যুদ্ধের কোনো ছবি নেই ।