চাহিদা কমে গেলো বিদ্যুতের

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  চলতি  গরম  কালের  মে  মাস  অব্দি  রাজ্যের  বিদ্যুতের চাহিদা ছিল উর্ধ  মুখী । দিনেরবেলা  বিদ্যুতের  সর্বোচ্চ  চাহিদা উঠেছে  ৬৫০০ মেগাওয়াট । তাপ  বিদ্যুৎ কেন্দ্রগুলি  উৎপাদন করছে প্রতিদিন গড়ে ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ,কিন্তু জুন মাসে  বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির ফলে আবহাওয়া কিছুটা  ঠান্ডা ,বিদ্যুতের চাহিদা অনেকটা কমে গিয়েছে ,গত সোম থেকে বুধবার পর্যন্ত বিদ্যুৎ বন্টন সংস্থা সূত্রে জানা  গিয়েছে  ৫৮০০ মেগাওয়াট  গড়ে ।