পরিচালক বনশালি তার পরবর্তী ছবির নাম ও দিন ঘোষণা করলেন

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : বলিউডের  প্রখ্যাত  পরিচালক সঞ্জয় লীলা  বনশালি প্রায় ১৯ বছর পরে  সলমন  খানের সঙ্গে  জুটি বেঁধে  ছবি  করতে চলেছেন। পরিচালক জানিয়েছেন  যে ২০২০ সালের ঈদে  মুক্তি পাবে  এই ছবিটি ,ছবিটির নাম  ঠিক করা  হয়  “ইনশাআল্লা “। এই চবিতে  প্রথম  নায়িকা  হিসাবে ভাবা  হয়েছিল  অনুষ্কার  নাম  ,সলমান  এতে  রাজি ছিলেন ,কিন্তু তার  পরে  আলিয়া  ভাটের  নাম ঘোষণা  করেন পরিচালক ।