খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় রাজনীতিতে ইলেকশন স্পেসালিস্ট হিসাবে নিজেকে মেলে ধরতে পেরেছেন প্রশান্ত কিশোর । ভোটের রাজনীতি যে গবেষণার বিষয় হতে পারে তা প্রশান্ত কিশোরের আগে কারুর জানা ছিল না । বুথ ভিত্তিক সমীক্ষা যে দলের হয়ে কাজ করছে তার এলাকা ধরে সমীক্ষা ,তা সমস্ত কিছু পর্যালোচনা করে তিনি রণকৌশল ঠিক করেন । আগামী দিনে হয়তো যদি প্রশান্তের এই রণকৌশল যদি নেত্রীর মনপসন্দ হয় তবে তৃণমূল আবার ফায়ার আসবে বাংলায় ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...