গিরিরাজ সিংহের নিশানাতে মমতা

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আবারো  কেন্দ্রীয়  মন্ত্রী গিরিরাজ সিংহ  নিশানা করলেন  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়  কে । গত শুক্রবার মমতা  বন্দ্যোপাধ্যায় ঘোষণা  করেছিলেন যে কোনো দল  এই রাজ্যে  বিজয় মিছিল করতে  পারবে না । তার পরেই  গিরিরাজ সিংহ  বলেন  “মমতা  বন্দ্যোপাধ্যায় উত্তর কোরিয়ার শাসক  কিম জং উনের  মত  আচরণ  করছেন ,ওর  বিরুদ্ধে  আওয়াজ  তুলে; ওর বিরুদ্ধে  আওয়াজ  তুললেই  মেরে  ফেলার  হুমকি দিচ্ছেন “।