ইনডোরে রেলে চালু হচ্ছে মাসিওর পরিষেবা

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  এই মাসেই  মধ্য প্রদেশের ইনডোর থেকে ছাড়া  ৩৯ টি দূরপাল্লার  ট্রেনে  শুরু হচ্ছে মাসিওর  পরিষেবা । এই দূরপাল্লার  ট্রেন গুলির মধ্যে আছে  দিল্লি  ইন্ডোর  ইন্টারসিটি  এবং  এই রাজ্যের জন্য  ইনডোর হাওড়া  শিপ্রা এক্সপ্রেস । এই অভিনব  পরিকল্পনা  রতলাম  ডিভিশনের  ডিআরএমের মস্তিকপ্রসূত । ৪-৫ জন প্রশিক্ষিত  পুরুষ  মাসিউওর  থাকবেন এই দলে  পরিষেবা পাওয়া  যাবে ,তিনটি শ্রেণীতে গোল্ড  ডায়মন্ড  এবং প্লাটিনাম ,খরচ  পড়বে  ১০০-৩০০ টাকা ।