খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রতিটি বোরো তে গিয়ে প্রশাসনিক বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল আগেই । তার সঙ্গে সঙ্গতি রেখে গতকাল পৌর প্রশাসনিক বৈঠক হয় পুরসভার ১৬ নম্বর বোরোতে । এই বৈঠকে হাজির ছিলেন কলকাতার মেয়র ,পুর কমিশনার ,দুই বিশেষ কমিশনার পুরসভার সচিব সহ সব দফতরের ডিজি এবং চিফ ম্যানেজার রা , এই ছাড়াও হাজির ছিলেন উক্ত বোরোর কাউন্সিলর বোরোর অফিসার এবং কাউন্সিলর রা ।আলোচনা হয় পানীয় জল ,জঞ্জাল অপসারণ এবং নিকাশি ব্যবস্থা নিয়ে ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...