উত্তর প্রদেশ সহ সারা ভারত বর্ষেই বিগত লোকসভা ভোটে শোচনীয় ফল করেছে কংগ্রেস । আজ রায়বেরিলিতে তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন ,সেইখানকার ভোটার দের কংগ্রেস কে জেতানোর জন্য ধন্যবাদ দেয়ার সভায় । যে হেতু পূর্ব উত্তর প্রদেশের দায়িত্বে ছিলেন তিনি ,তাই তিনি বলেন যে সব কংগ্রেস কর্মীদের জন্য আজ আমেঠিতে এই হাল হয়েছে কংগ্রেসের সেই নিষ্ক্রিয় এবং বিক্ষুব্ধ নেতাদের তিনি ঠিক খুঁজে বার করবেন এবং শাস্তি দেবেন ।

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : আগামী কাল  অথবা শনিবার  মহারাষ্ট্রের  মুখ্যমন্ত্রী  দেবেন্দ্র  ফরনবীশ  তার  মন্ত্রী সভায়  বেশ কিছু রড  বদল  করবে  বলে সোনা  যাচ্ছে । সূত্রের  খবর  উদ্ভব  ঠাকরে  এই সুযোগে তার পুত্র  আদিত্য কে উপমুখ্যমন্ত্রী  করার  জন্য চাপ  দেবেন  বিজেপি  পরিচালিত  সরকার  কে । যদিও এই নিয়ে আদিত্য  কোনো  মন্তব্য  করতে  চাননি । উল্লেখ্য  গত  লোকসভা  ভোটে  শেষ পর্যন্ত  জোট  করে  বিজেপি পায় ২৩ টি  আসন  এবং শিবসেনা  ১৮টি ।