খবরঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: এফসি গোয়া থেকে এক বছরের লোনে মিজোরামের গোলরক্ষক লালথুমাওয়াইয়া রালতেকে নিল ইস্ট বেঙ্গল। আসন্ন মরশুমে প্রথম একাদশে ঢোকার জন্য রক্ষিত ডাগারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাঁকে। গত মরশুমে লোনে রালতে ছিলেন কেরল ব্লাস্টার্সে। ভালো খেলে লাল হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাটি লক্ষ্য জানালেন গোলরক্ষক। কলকাতার ফুটবলপ্রেমীদের উন্মাদনার সামনে সেরা পারফরম্যান্স মেলে ধরতে চান তিনি।
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...